তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ নিশ্চিতকরণ, সমন্বয় সাধন ও টেকসই উন্নয়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় ইলেক্ট্রনিক পদ্ধতিতে সেবা পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় কাজ করে যাচ্ছে। আইসিটি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস -২০১৭, ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮, ২০১৯, ২০২০, জাতীয় ইন্টারনেট সপ্তাহ, জাতীয় উন্নয়ন মেলা-২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে জেলা পর্যায়ের অবশিষ্ঠ সরকারি অফিসসহ সকল উপজেলা পর্যায়ের সরকারি অফিস ও অবশিষ্ঠ ইউনিয়নের ন্যাশনাল ওয়েব পোর্টাল বিষয়ক ০২ (দুই) দিনব্যাপী ১০ (দশ) টি ব্যাচে ২৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের অফিস সমূহে ই-ফাইল (নথি) বিষয়ক ০১ (এক) দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণে ০২ (দুই) টি ব্যাচে ১০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের অফিস সমূহে ই-ফাইল (নথি) বিষয়ক ০২ (দুই) দিনব্যাপী এন্ড ইউজার প্রশিক্ষণে ০৭ (সাত) টি ব্যাচে ১৭৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা পর্যায়ে ০১ (এক) টি ব্যাচে ২০ জনকে আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা পর্যায়ে ৫০০ জন নারী উদ্যোক্তাকে তিনটি ক্যাটাগরিতে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে সার্টিফিকেট প্রদান করা হয় । জেলা পর্যায়ে ইনোভেশন সামিট - ২০১৯ এ উল্লেখযোগ্য অবস্থান অর্জন করায় সম্মাননা প্রদান করা হয় ০৩ টি প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ ০৩ টি উদ্যোগ কে। ই-নথিতে টাঙ্গাইল জেলা প্রশাসন এ ক্যাটাগরিতে সম্মানজনক স্থান এ অবস্থান করেছে। জেলা ব্যান্ডিং, ফ্রিলান্সার তৈরি, প্রযুক্তি নির্ভর ও মাদক মুক্ত সমাজ, আইসিটি রিলেটেড বিভিন্ন ইনোভেশন কার্যক্রমে আইসিটি অধিদপ্তর, টাঙ্গাইল জেলা ও উপজেলা কার্যালয়ে কর্মরত প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারগণ সহযোগিতা প্রদান করে থাকেন। “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন”শীর্ষক প্রকল্পের ১ম পর্যায়ের আওতায় টাঙ্গাইল জেলায় ০১টি ভাষা শিক্ষা ল্যাবসহ ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ১১২টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব (কম্পিউটার ল্যাব) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। উক্ত প্রকল্পের ২য় পর্যায়ের আওতায় প্রতিটি সংসদীয় আসনে ১টি করে “স্কুল আব ফিউচার”ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ চলমান আছে। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রিল্যান্সারদের আউটসোর্সিং প্রশিক্ষণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের ই-নথি প্রশিক্ষণ এবং মুজিববর্ষ উপলক্ষ্যে ১৮০ জন শিশু ও কিশোরদের প্রোগ্রামিং ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস